• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোখা মোকাবিলায় উপকূলে চলছে মাইকিং

  কাজী শাহরিয়ার রুবেল, আমতলী (বরগুনা)

১৪ মে ২০২৩, ১০:৩৯
মোখা মোকাবিলায় উপকূলে চলছে মাইকিং
মোখা মোকাবিলায় মাইকিং করা হচ্ছে (ছবি : অধিকার)

দেশের উপকূলগুলোয় চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় মোখা, আতঙ্ক বিরাজ করছে গোটা দেশে। শঙ্কা নিয়েই সময় কাটছে উপকূলবাসীর। তবে ঘূর্ণিঝড় মোখার মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ১১১টি আশ্রয়কেন্দ্র।

আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তি নং-১৫ প্রকাশ করা হয়েছে। এতে পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বরগুনার আমতলীতে ঘূর্ণিঝড় মোখার সংকেত বাড়ার সাথে সাথে সাধারণ মানুষকে সচেতন করতে চলছে মাইকিং। গত বৃহস্পতিবার রাত থেকে উপকূলীয় এলাকায় মেগাফোন নিয়ে মাইকিং প্রচার শুরু করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম।

ঘূর্ণিঝড়ের আগেই সকলকে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য প্রচারে বলা হচ্ছে। তাছাড়া প্রতিনিয়ত উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পেইজ থেকে ঘূর্ণিঝড় মোখার গতিবিধি সম্পর্কে জনসাধারণকে অবগত করা হচ্ছে।

পাশাপাশি প্রস্তুত রয়েছেন সিপিপ, রেড ক্রিসেন্ট সোসাইটি, জাগো নারী, ব্র্যাক, রোভার স্কাউটের স্বেচ্ছাসেবকরা। উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পেইজে ইউনিয়ন ভিত্তিক সিপিপ স্বেচ্ছাসেবক, ইউনিট টিম লিডার ও ইউনিয়ন টিম লিডারের মোবাইল নাম্বার সংযুক্ত তালিকা প্রকাশ করেছেন।

বরগুনা জেরা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, দুর্যোগ কবলিত এলাকায় দ্রুত খাদ্য সহায়তা পাঠানোর জন্য আমরা প্রস্তুত। ঘূর্ণিঝড় মোখার পরিস্থিতি অবনতি হলে জরুরি সভার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলার প্রত্যেকটি উপজেলায় সার্বক্ষণিক কন্ট্রোলরুম খোলা থাকবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড