• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জেলা প্রশাসককে স্মারকলিপি

  নজরুল ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ)

১০ মে ২০২৩, ১৪:০০
সোনারগাঁয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জেলা প্রশাসককে স্মারকলিপি

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকিরের সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানী বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন পিরোজপুর ইউপি সদস্যরা।

গতকাল মঙ্গলবার (৯ মে) বিকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল- ইসলামের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন- সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন। বেঁচে থাকার তাগিদে এক সময় মাছ বাজারে পলিথিন ব্যাগ বিক্রি করত বলে সবাই তাকে ‘পলিথিন জাকির’ নামেই বেশ পরিচিত। পরে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদটি ভাগিয়ে আনতেই সে বেপরোয়া হয়ে ওঠে।

মেঘনা ঘাটে হকারির পাশাপাশি এলাকায় শুরু করেন বালু ভরাট ও জমির দালালি। ‘সোনারগাঁ রিসোর্ট সিটি’ নামে একটি আবাসন প্রকল্পের জমি ক্রয় ও বালু ভরাট দিয়ে শুরু তার দখল বাণিজ্য। আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

যুবলীগের নাম ভাঙিয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠে জাকির ওরফে পলিথিন জাকির। একের পর এক গুরুতর অপরাধ করতে গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। সাধারণ মানুষের জমি দখল, ভুয়া দলিলে জমি বিক্রি এবং বালু ভরাটের টেন্ডারবাজি, নৌ চাঁদাবাজি ও কয়েকটি খুনসহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে থাকলেও পুলিশের হাত করা পারেননি তার হাতে কখনো।

জাকিরের সন্ত্রাসী বাহিনীর সৈকত হোসেন, মিজানুর রহমান, সজীব মিয়া, কাইল্যা শাহ আলী ও শাহীন হোসেনের নেতৃত্বে মেঘনা নদীতে চলাচলরত বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজি, মাদক কারবার নিয়ন্ত্রণসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যকলাপ করে থাকে। এই সব কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী কয়েকবার মানববন্ধন করলেও কোনো প্রতিকার পায়নি।

এতে আরও উল্লেখ আছে, দুটি হত্যা ও নৌ- চাঁদাবাজিসহ প্রায় ডজন খানেক মামলার আসামি এই পলিথিন জাকির, ২০১২ সালে রিপন হত্যা, ২০১৪ সাথে সাধন হত্যা ও ২০১৫ সালে গোলজার হত্যায় সক্রিয়ভাবে অংশ নেয়। ২০১৮ সালের ৩ জানুয়ারি খুন হয় জাকিরের সকল অপকর্মের সাক্ষী ভাগিনা মোহাম্মদ আলী। ভাগিনা মোহাম্মদ আলী হত্যার মামলার ভয় দেখিয়ে সে কোটি টাকার বাণিজ্য করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড