• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ 

  মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)

০৯ মে ২০২৩, ১৬:৩৩
কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ 

চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ চন্দনাইশ উপজেলা শাখা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কৃষকের পাশে দাঁড়িয়ে গতকাল সোমবার (৮ মে) উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর এলাকার কৃষক জগদীশ নাথের ২০ শতক জমির পাকাধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীরুল ইসলামের নেতৃত্বে এ ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন- চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাউছার আলম রিফাত, উপজেলা ছাত্রলীগ নেতা, আবছার ফারাবী, মোহাম্মদ সাজিব, ইমরান হাসান সাঈদ, ইমরান হোসেন জিশান, ইমতু, মোসলেম উদ্দিন মুন্না, মনজুর, রিয়াজ, তৌহিদসহ দলটির নেতৃবৃন্দ।

সংগঠনের চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আলমগীরুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ চন্দনাইশ উপজেলা শাখা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্র ও জেলা ছাত্রলীগের নির্দেশে করোনা মহামারির সময়কার মতো এবারও কৃষকের পাশে দাঁড়িয়েছি। তাছাড়া দেশ ও দেশের মানুষের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা সর্বদা পাশে থাকার জন্য প্রস্তুত আছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড