• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁশখালীতে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

০৯ মে ২০২৩, ১৬:০৪
বাঁশখালীতে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামিরা (ছবি : অধিকার)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে র‍্যাবের সোর্স সন্দেহ ও পূর্ব শত্রুতার জের ধরে হামিদ উল্লাহ প্রকাশ কালাইয়া (৪২) নামে এক কৃষককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার সাথে জড়িত হত্যা মামলার ৪ নম্বর ও ১২ নম্বর আসামিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মে) ভোরে সরল এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই আসামিদ্বয়কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গ্রেফতার হওয়া আসামি আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) সরল ইউপির হাজীরখীল এলাকার মৃত আবুল হোসেন প্রকাশ মুন্সির ছেলে। অপরজন একই এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার (২৮)।

পুলিশ জানায়, সরল ইউনিয়নে হাজীরখীল এলাকায় জায়গা জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে খুনের ঘটনা ঘটে। ইউপি সদস্য জাফরের ছেলে মোর্শেদের সাথে হামিদ উল্লাহর মধ্যে জায়গা বেচা-কেনা নিয়ে বিরোধ ছিল। এছাড়াও জায়গা দখল নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ থাকার কথা শোনা যায়। এ নিয়ে গত সোমবার ভোররাতে খুনের ঘটনাটি ঘটে।

নিহত হামিদ উল্লাহর বাড়ি ঘেরাও করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে ঘুম থেকে ডেকে তুলে খুনের ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। পূর্বেও জোড়া খুনের ঘটনাও ঘটেছিল ওই এলাকায়।

এ ঘটনায় নিহত হামিদ উল্লার স্ত্রী মর্তুজা বেগম বাদী হয়ে এজাহার নামীয় ১৩ জনসহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। হামিদ উল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত দুইজন আসামিকে গ্রেফতার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম জানান, একটি চৌকস অভিযানিক দল সরল এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হামিদ উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) ও আনোয়ারকে (২৮) গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড