• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চোরাই মিশুক অটোগাড়িসহ চারজন গ্রেফতার

  মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ)

০৯ মে ২০২৩, ১২:৩৯
চোরাই মিশুক অটোগাড়িসহ চারজন গ্রেফতার
গ্রেফতারকৃত আসামিরা (ছবি : অধিকার)

মানিকগঞ্জের সিংগাইরে চোরাই অটো মিশুক গাড়িসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল কালাম গত সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গেল রবিবার (৭ মে) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আবুল কালাম জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটা অভিযানিক দল এসআই মো. মনিরুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিন্নাডাঙ্গী সাকিনস্থ অভিযান চালিয়ে মৃত রশক আলীর ছেলে মো. আনছার আলীকে (৪৫) গ্রেফতার করেন এবং চোরাই সন্দিগ্ধ কোম্পানির নামবিহীন তিন চাকার ব্যাটারি চালিত অটোগাড়ি উদ্ধার করেন। আসামী মো. আনছার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে তিন চাকার ব্যাটারি চালিত পুরাতন অটো মিশুক গাড়ীসহ তার ভাই তমেজ আলীকে (৩৫) গ্রেফতার করা হয়।

পরবর্তীকালে আসামিরা জানান যে- তারা চোরাই অটো মিশুক গাড়ী দুটি সোহরাব খান ও বারেকের নিকট হতে কিনেছেন। তাদের নিয়ে জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকায় অভিযান চালিয়ে সোহরাব খান ও বারেককে গ্রেফতার করেন।

সাভার, হেমায়েতপুর, আশুলিয়া এলাকাসহ আশপাশের এলাকা হইতে অজ্ঞাতনামা ৭/৮ জন আসামীদের সহযোগিতায় চোরাই অটো মিশুক গাড়ী সংগ্রহ করে ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলার আশপাশ এলাকায় বিক্রয় করে আসছিল বলে সোহরাব খান ও বারেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড