• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাকে করে শহরে যাচ্ছে কাপ্তাইয়ের পাহাড়ি লিচু 

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

০৮ মে ২০২৩, ১০:৪১
ট্রাকে করে শহরে যাচ্ছে কাপ্তাইয়ের পাহাড়ি লিচু 
ট্রাকে করে শহরে যাচ্ছে লিচু (ছবি : অধিকার)

রাঙ্গামাটি কাপ্তাই থেকে পাহাড়ি লিচু যাচ্ছে শহরে। শবে' মাত্র সুস্বাদু লিচু বাজারে আসতে শুরু করছে। অতি মুনাফা লাভের আশায় মৌসুমি ব্যবসায়ীরা পাহাড়ের লিচু পাকার পূর্বেই বাজার কিংবা শহরে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছে।

কাপ্তাই, বিলাইছড়ি ও তার আশপাশ এলাকায় ব্যাপক লিচুর ফলন হলেও সফলতা কম বলে জানান চাষিরা।

এবার তেমন বৃষ্টিপাত না হওয়ার দরুন গাছে লিচু আসার আগে পোকা ও চিঠা হয়ে ঝড়ে পড়েছে। বিলাইছড়ি হতে লিচু নিয়ে আসা মংসুচাই মারমা জানান প্রায় ৩/৪ একর জায়গায় বাগানে লিচু চাষ করেছি। কিন্তু বৃষ্টিপাত আশানুরূপ না হওয়ার ফলে গাছে পানির অভাবে বেশিরভাগ লিচু নষ্ট হয়ে যায়।

পোকার জন্য বিষ প্রয়োগ করলেও পানি না পাওয়ার দরুন বেশির ভাগ লিচু গাছে নষ্ট হয়ে ঝড়ে পড়েছে। কাপ্তাই উপজেলার লিচু চাষি আমিহ্লা চাকমা বলেছেন, আগের মতো এবার তেমন চাষ হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে সব নষ্ট হয়ে গেছে। লিচু বড় বা নষ্ট হওয়ার আগে বাজার ব্যবসায়ীদের নিকট একটু ভাল দামে বিক্রয় করে দিচ্ছি।

মৌসুমি লিচু ব্যবসায়ী আজিজ জানান, দেশি লিচু ১শ' বাগান হতে ক্রয় বা বিভিন্ন খরচ বাবদ ৮০/৯০ টাকা পরে। কিন্তু বাজারে বা শহরে বিক্রয় করতে হয় ১শ' লিচু ১৫০বা ২শ' টাকা বিক্রয় করতে হয়। কাপ্তাই নতুন বাজার বিকাল বেলা দেখা যায় শ্রমিকরা মাথায় ঝুড়ি বোঝাই করে শহরের উদ্দেশ্যে লিচু ট্রাক বোঝাই করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড