• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে ছিনতাইয়ের ঘটনায় আটক ১

  যশোর প্রতিনিধি

২৩ অক্টোবর ২০১৮, ২২:২৯
ছিনতাইকারী
যশোরে আটক হওয়া ছিনতাইকারী রাজু হোসেন (ছবি : দৈনিক অধিকার)

যশোরে এক স্কুল শিক্ষকের এক লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় রাজু হোসেন (৩০) নামে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন জনতা। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রধান ডাকঘরের সামনে এই ঘটনাটি ঘটে।

আটক ছিনতাইকারী রাজশাহী জেলার বোয়ালিয়া থানার দরগাহপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

ভুক্তভোগী শহরের স্মিথ রোডের (ডিসির বাংলো) বাসিন্দা স্কুলশিক্ষক স্টিফেন সরোজ মন্ডল জানান, সকালে যশোর প্রধান ডাকঘর থেকে সঞ্চয়পত্র ভাঙিয়ে ১ লাখ টাকা নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশে রিকশার জন্য অপেক্ষা করছিলাম। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী আমার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দৌড় দেয়।

এসময় আমি চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে রাজু হোসেন নামে ওই ছিনতাইকারীকে ধরে ফেলে। তারা রাজুকে পিটুনি দেয়। কিন্তু তার সহযোগীরা পালিয়ে যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ রাজুকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

কোতোয়ালী থানার উপ পরিদর্শক সাইদুল আলম জানান, ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রাজু নামে ১ ছিনতাইকারীকে হেফাজতে নিয়েছি। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কোতোয়ালী থানার ওসি অপুর্ব হাসান জানিয়েছেন, ছিনতাইয়ে জড়িত বাকিদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড