• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাতীবান্ধায় গুচ্ছ গ্রামের  জমি দখলের অভিযোগ

  সুমন খান, লালমনিরহাট

০৬ মে ২০২৩, ১৫:৩৭
হাতীবান্ধা

লালমনিরহাটের হাতীবান্ধায় গুচ্ছ গ্রামের জমি দখল করার অভিযোগ উঠেছে আব্দুল লতিফ ও শাহাজান আলী নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ভূমি সহকারী কমিশনার এর কাছে একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী সিরাজুল ইসলাম।

জানা গেছে, উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সরকারি ভাবে গুচ্ছ গ্রাম তৈরি হয় ১৯৯১ সালে সে সময় একজন সুবিধাভোগীকে একটি করে ঘর ও ৪ শতক জমি প্রদান করা হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, খাদেমুল ও সিরাজুল ইসলাম এর কবিলিয়ত নামা ৮ শতক জমি করা হয়, ওই জমিতে রাস্তার পশ্চিমে একটি পুকুর রয়েছে, যাহা সিরাজুল ইসলাম ও খাদেমুল ইসলামের নামে কবিলিয়ত নামা করা। কিন্তু একই এলাকার শাহাজান আলী নামে এক ব্যক্তি কয়েকদিন আগে জোরপূর্বক দখল করে ট্রলি দিয়ে পুকুর ভরাট করার চেষ্টা করছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহাজান আলী বলেন সিরাজুল ইসলাম ওই জমির পজেশন আমার কাছে অনেকদিন আগে বিক্রি করছে, সেই বিক্রির প্রমাণ পত্র আমার কাছে আছে।

এ বিষয়ে ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, আমরা ওই পুকুর ৩০০০ টাকার বিনিময়ে তাকে মাছ চাষ করার জন্য লিজ দেই। আমরা কোন জমি বিক্রি করি নাই।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ভূমি সহকারী কমিশনার বলেন, একটি লিখত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড