• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  এমদাদুল হক লালন,  বকশীগঞ্জ (জামালপুর)

০২ মে ২০২৩, ১৩:৫৭
মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে আবুল কাসেম দুলাল (৫০) হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার ২ মে সকালে উপজেলার নঈমিয়ার বাজারে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা অবিলম্বে দুলাল হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের স্ত্রী মাসুমা কান্না জড়িত কন্ঠে বলেন, আসামীরা আমার স্বামীকে অন্যায়ভাবে খুন করেছে।

মানববন্ধনে নিহত দুলালের বাবা আব্দুর রাজ্জাক, ছেলে মনিরুজ্জামান মনির, মেয়ে মনিরা ও ভাই মোঃ রেজাউল করিমসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা মমতাজ আলী বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, গত ২৬ এপ্রিল ছাগল নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল কাশেম দুলাল ট্যাটাবিদ্ধ হয়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুলালকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত দুলালের ভাই রেজাউল করিম বকশীগঞ্জ থানায় ৪০ জনকে নামীয় ও ১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এই পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড