• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলিয়ারচরে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

২৯ এপ্রিল ২০২৩, ১৮:০৭
স্বামী

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী স্বপ্না আক্তার হত্যা মামলার আসামী স্বামী কাউছার মিয়া কে গ্রেফতার করেছে পুলিশ।(২৯ এপ্রিল) শনিবার ভোরে ময়মনসিংহ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার দুপুরে চর কামালপুরে নিহতের ৪ বছরের শিশু আরাবি তার চাচী রুপা বেগমের ফেস ওয়াস নষ্ট করে ফেলে। এ ঘটনায় চাচী রুপা বেগমের সাথে শিশুটির মা নিহত স্বপ্না আক্তারের বাকবিতন্ডা হয় । এ ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে শিশু আরাবির বাবা ও চাচা ইউসুফের মধ্যে ঝগড়া হয় । ঝগড়ার এক পর্যায়ে শিশুটির বাবা কাউছার মিয়া তার স্ত্রী স্বপ্না বেগমকে এলাপাথাড়ী মারধোর করে আহত করে । পরে প্রথমে তাকে আহত অবস্থায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি হলে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায় ।

পরে নিহতের বাবা মরম আলী বাদী হয়ে শিশুটির বাবাকে প্রধান অভিযুক্ত করে নিহতের জাঁ রুপা ও তার স্বামী ইউসুফসহ ৩ জনকে অভিযুক্ত করে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করে ।

এ বিষয়ে কুলিয়ারচর থানার জৈষ্ঠ্য উপ-পরিদর্শক দেব দুলাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা স্বপ্না আক্তার হত্যা মামলার আসামী স্বামী কাউছার মিয়া কে শনিবার ভোরে ময়মনসিংহ থেকে গ্রেফতার করে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড