• রোববার, ০৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেষ মুহূর্তে ধান কাটার কাস্তে তৈরির ধুম

  সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)

২৯ এপ্রিল ২০২৩, ১৫:২৪
শেষ মুহূর্তে ধান কাটার কাস্তে তৈরির ধুম
ধান কাটার জন্য কাস্তে তৈরি করা হচ্ছে (ছবি : অধিকার)

দেশে শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। শেষ মুহূর্তে কিশোরগঞ্জের হোসেনপুরে বোরো ধান কাটার প্রধান যন্ত্র কাস্তে তৈরিতে কর্মকাররা ব্যস্ত সময় পার করছেন। সরেজমিনে উপজেলার আড়াইবাড়ীয়া কামারপাড়া ও ধনকুড়া গ্রামে গিয়ে দেখা যায় কাস্তে তৈরিতে ব্যস্ত সময় পার করছে প্রায় শতাধিক কর্মকার।

কাস্তে তৈরির প্রধান কাঁচামাল লোহা। দীর্ঘক্ষণ আগুনে লোহার পাত পুড়িয়ে সেই লোহার পাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হয় কাস্তে। পরে এগুলোতে কাঠের হাতা লাগানো হয় ও ধারালো করে তোলা হয়।

জানা যায়, এ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩ শতাধিক কর্মকার এ শিল্পের সাথে জড়িত। কর্মকারদের নিপুণ হাতে তৈরি কাস্তে খুবই ধারালো ও নিখুঁত। এখানকার উৎপন্ন কাস্তে কিশোরগঞ্জের হাওর, ময়মনসিংহ, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে।

কিন্তু ধান মাড়াইয়ের নানা আধুনিক কৃষি যন্ত্রপাতি বের হওয়ায় দিন দিন এ পেশা অনেকেই ছেড়ে দিয়েছেন। কাস্তে শিল্পে নানা সমস্যা থাকলেও এখানকার কর্মকাররা পেশাকে আঁকড়ে ধরে জীবন-জীবিকা নির্বাহ করছে।

ধনকুড়া গ্রামের হরিপদ কর্মকার জানান, বর্তমানে লোহার মূল্য বৃদ্ধি পাওয়ায় এ পেশায় লাভবান হওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, তাদের তৈরিকৃত ১০০টি কাস্তের মূল্য আড়াই থেকে তিন হাজার টাকা বিক্রি করে থাকেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কামার শিল্পের শ্রমিকদেরকে ওস্তাদ-সাগরেদ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড