• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

২৮ এপ্রিল ২০২৩, ১২:১৮
ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
হাওয়ারে বজ্রপাত (ফাইল ছবি)

কিশোরগঞ্জ ভৈরবে বজ্রপাতে আজিজুল হক (৫৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীনগরের নাকারবন হাওয়ারে ধান কাটতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন।

আজিজুল হক একই উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আদর্শ পাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে উপজেলার শ্রীনগরের কাশেম মিয়ার হাওয়ারের জমিতে ধান কাটতে যায় কৃষি শ্রমিক আজিজুল হক। ধান কাটা শেষে প্রচণ্ড বাতাস শুরু হয়। সেই সাথে হালকা বৃষ্টিও হয়। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় বাসিন্দা শামীম মিয়া বলেছেন, নিহত কৃষি শ্রমিক আজিজুল হকের সাথে থাকা আরেক কৃষি শ্রমিক দৌড়ে এসে আমাদের বাড়িতে খবর দেয়। পরে আমি আরও লোকজন নিয়ে বাড়ি কাছে ইটাখলার রাস্তার পাশে ঘটনাস্থলে গিয়ে দেখি কৃষক আজিজুল হকের মরদেহ পরে রয়েছে। প্রচণ্ড ঝড় তুফান ছিল সেই সাথে বজ্রপাতও। তাই বুঝতে পেরেছি তিনি বজ্রপাতেই মারা গিয়েছে।

নিহতের সাথে থাকা কৃষি শ্রমিকের বরাতে তিনি জানান, মাঠে কাজ শেষে জমির মালিক কাশেম মিয়ার কাছ থেকে মজুরি নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পথিমধ্যে বজ্রপাতের ঘটনায় আজিজুল হক ঘটনাস্থলেই মারা যায়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড