• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জমিতে কৃষি কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ)

২৫ এপ্রিল ২০২৩, ১১:৫৬
জমিতে কৃষি কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
কৃষি জমিতে বজ্রপাত (ফাইল ছবি)

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে কাজী হাবিবুর রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৪ এপ্রিল) বিকাল চারটায় উপজেলার পদমদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান একই গ্রামের কাজী মুজিবুর রহমানের সন্তান।

জানা যায়, দুপুরে কৃষি কাজ করতে কাজী হাবিবুর রহমান পদমদি মাঠে যায়। এ সময় বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হলে তিনি আহত হন। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় মেম্বার করিম উদ্দিন জানান, বজ্রপাতের ঘটনায় তিনি আহত হলে তাকে দ্রুত পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্মব্যরত চিকিৎসকরা।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলামের বলেন, আমি বিষয়টা শুনেছি। মরদেহ এখনো কুষ্টিয়াতে আছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড