• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুচ্ছ ঘটনা নিয়ে সংঘাতে জড়াল দুইদল গ্রামবাসী

  আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

২৪ এপ্রিল ২০২৩, ১৫:১০
তুচ্ছ ঘটনা নিয়ে সংঘাতে জড়াল দুইদল গ্রামবাসী
সংঘাতে জড়িয়েছে গ্রামবাসী (ফাইল ছবি)

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শনিবার ইদের দিন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মাঠপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে মাথাভাঙ্গা নদীর ধারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাঠপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে মাথাভাঙ্গা নদীর ধারে মাঠপাড়া গ্রামের একদল যুবক বসে আড্ডা দিচ্ছিল। এ সময় একই ইউনিয়নের ময়রামপুর গ্রামের একদল যুবক ও কিশোর পাখিভ্যানে চড়ে নদীর ধারের ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঠপাড়া গ্রামের যুবকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য ও টোন করে।

এ নিয়ে দুই পক্ষের যুবকদের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীকালে খবরটি নিজ নিজ গ্রামে ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে দুই গ্রামের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে আসাদুল (২০), ইমার (৪০), ইকবাল (৩০), আমাদুল (২৫), মুকুল (২৪), রিমন (১৫), তারিক (২৮), সোহান (২২), আজমত (৪০), সেলিম (২৭), ইয়াকুব (২৫) ও সোহেলকে (২২) দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এছাড়া একইদিন রাতে মাদকের কারবার সংক্রান্ত বিরোধের জেরে জয়রামপুর ও বেগুনবাড়ি গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে আরো চারজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের বেধড়ক লাঠিচার্জ ও পিটুনিতে লালন (৩৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়ে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পৃথক সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ময়রামপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও বেগুনবাড়ি গ্রামেও দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পৃথক ঘটনায় দৌলতপুর থানায় পৃথক পৃথক অভিযোগ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড