• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিছুতেই থামছে না মাদকের পাচার

১০ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারী গ্রেফতার

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

১৮ এপ্রিল ২০২৩, ১২:১৫
১০ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারী গ্রেফতার
গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা (ছবি : অধিকার)

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার প্রধান সড়কের পুইছড়ি ইউপিস্থ প্রেম বাজার হতে অদূরে ফুটখালী ব্রিজের দক্ষিণ পার্শ্বে মহাসড়কের পাকা রাস্তার উপর হতে চৌকি তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার সময় এ অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানাধিন কামাল উদ্দিন (২৮), মো. ইউনুছ (৪০), মো. আবু তাহের (২৫)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই হাফিজের সঙ্গীয় ফোর্স তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় ধারা- ৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, বাঁশখালী রুটকে টেকনাফ, উখিয়া থানা সহ কক্সবাজার জেলার মাদক পাচারকারীরা মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে যেতে পারে না এসব পাচারকারীরা। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড