• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্যহাতির আক্রমণে ঝরল কৃষকের প্রাণ

  শাকিল মুরাদ, শেরপুর

১৪ এপ্রিল ২০২৩, ১৪:৪৯
বন্যহাতির আক্রমণে ঝরল কৃষকের প্রাণ

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও এক যুবক। আজ শুক্রবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার ঝুঁলগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক ঝুঁলগাও গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে করিম মিয়া (২৮)। আর আহত একই গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে যুবক খবির মিয়া (১৮)।

নিহতর বাবা কৃষক মো. রবিউল ইসলাম ও স্বজনরা জানান, সীমান্ত অঞ্চলে প্রতি বছর ধান পাকার সময় বন্যহাতির তাণ্ডব বেড়ে যায়। এজন্য কৃষকরা রাত জেগে ধান ক্ষেত পাহারা দেয়। শুক্রবার রাতে করিমসহ কয়েকজন তাদের ধান ক্ষেত পাহারা দিচ্ছিল। রাত তিনটার দিকে এক দল বন্য হাতি খাবারের সন্ধানে পাহাড় থেকে ঝুঁলগাও এলাকার লোকালয়ে নেমে আসে।

তিনি জানিয়েছেন, এ সময় বন্য হাতির দল নিহত কৃষক করিম মিয়ার ধানের ক্ষেত খেয়ে নষ্ট করতে থাকে। পরে করিম মিয়াসহ কয়েকজন বন্য হাতিকে তাড়ানোর চেষ্টা করলে প্রথমে খবির মিয়াকে হাতি শুড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে তাকে বাঁচাতে যায় করিম। পরে করিমকে একটি হাতি শুড় দিয়ে পেঁচিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে পায়ে পিষ্ট করে মেরে ফেলে হাতির দল।

আর গুরুত্বর আহত হন খবির মিয়া। পরে তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহত ও আহত পরিবারের মাঝে সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড