• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেদনায় পরিণত বিষু উৎসব

পাহাড়ের চুড়ায় অগ্নিকাণ্ডে বসতঘরগুলো পুড়ে ছাই

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

১১ এপ্রিল ২০২৩, ১৫:৪৮
পাহাড়ের চুড়ায় অগ্নিকাণ্ডে বসতঘরগুলো পুড়ে ছাই

রাঙ্গামাটি কাপ্তাইয়ে পাহাড়ের চূড়ায় অগ্নিকাণ্ডে দু'টি ঘর পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই ৪নং ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ভাঙ্গামুড়া নামক পাহাড়ি এলাকায় সোলার বৈদ্যুতিক সংযোগ হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

যার ফলে গুনমোহন তনচংগ্যা ও সুজন কুমর তনচংগ্যার (শালা-দুলাভাই) দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। কেই বলছে ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘরের সকলে কাপ্তাই চিৎমরম আসছিল। সেই মোমবাতি হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ১লা বৈশাখ বিষু উৎসব করার জন্য সকল কেনাকাটা ও প্রস্তুতি নিয়ে ঘর সাজানো হয়েছিল। কিন্তু সকল উৎসব আর আনন্দ বেদনায় পরিণত হলো। মুহূর্তের মধ্যে ঘরের আসবাবপত্র, স্বর্ণ অলংকার কাপড়-চোপড় সব পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারের ১২ সদস্য খোলা আকাশের নিচে অবস্থান করছে।

৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যা জানান, সোলার বিদ্যুৎ সংযোগ হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে দু'টি পরিবারের ৬/৭ লাখ টাকার ক্ষতিসাধন হয় এবং ৭/৮ মন কৃষিপণ্য শুকনা হলুদ পুড়ে যায়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড