• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রমজানে জমে উঠেছে ইদের কেনাকাটা

  মো. মেহেদী হাসান সুমন, কেশবপুর (যশোর)

১০ এপ্রিল ২০২৩, ১৪:৩৬
রমজানে জমে উঠেছে ইদের কেনাকাটা
রমজানে ইদের কেনাকাটা চলছে (ছবি : অধিকার)

যশোরের কেশবপুর বাজারে জমে উঠেছে ইদ বাজার। কেনাকাটায় ব্যস্ত রয়েছেন ক্রেতারা আর সে জন্য বেড়ে গেছে দোকানীদের দিগুণ ব্যস্ততা। কেনাকাটায় সাধারণ মানুষের ভিড় ক্রমশ বেড়েই চলেছে। পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে সকল বয়সী লোকজন কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

গতকাল রবিবার (৯ এপ্রিল) রবিবার কেশবপুর পৌর শহরের বিভিন্ন শপিংমল ঘুরে দেখা গেছে ইদ উপলক্ষে কেনাকাটায় কিশোর-কিশোরদের সাথে নিয়ে নারী-পুরুষরা ভিড় জমাচ্ছে বাজারে।

বাজার ঘুরে দেখা গেছে, জুতার দোকানে ক্রেতাদের ভিড় ছিল সবচেয়ে বেশি। স্ত্রী ও সন্তানদের নিয়ে বিভিন্ন জুতার দোকান থেকে পছন্দের জুতা স্যান্ডেল কিনছেন অনেকে। ক্রেতারা বলছেন, পোশাকের পাশাপাশি ইদে জুতা স্যান্ডেল কিনতে হবে। সামনের দিনগুলোতে ভিড় বাড়বে। তাই আগে কেনাকাটার পর্ব সেরে নিচ্ছি।

কেশবপুরে আলিম সু-স্টোরের মালিক হাকিম বলেন, তার দোকানে সব শ্রেণির মেয়ে শিশুদের বিভিন্ন ধরনের জুতার চাহিদা বেশি। সম্রাট-সুর কেশবপুরের ডিলার কার্তিক চন্দ্র বলেন, এবছর ঈদের বাজারে সাধারণ মানুষের কেনাকাটা আগে ভাগে শুরু হয়ে গেছে।

কলেজছাত্রী বৃষ্টি খাতুন বলেন, মার্কেটে ঘুরছি। এখনও পোশাক পছন্দ করতে পারিনি। ঈদের আগ মুহূর্তে এসে কেনাকাটি করা সম্ভব না তাই আগে ভাগে এসে কিনছি কিন্তু এখনো অনেক ভিড় বাজারে।

ইদের প্রায় ১৩ দিন বাকি থাকলেও ঈদের বাজার আগেভাগে জমে উঠেছে এখন সাধারণ মানুষের ভিড় বাড়ছে এরপরে ইদের কাছাকাছি সময়ে চাকুরিজীবীরা ইদের বেতন-বোনাস পাওয়ার পর তাদেরকে ইদের বাজারে দেখা মিলবে।

ইদের দিন যতই ঘনিয়ে আসবে ইদের বাজারে মানুষের ভিড় ততই বেড়ে যাবে তবে সব শ্রেণির মানুষের জুতার চাহিদা রয়েছে অন্য দিকে পুরুষের চেয়ে নারী ক্রেতা বেশি রয়েছে।

কেশবপুরের মার্কেটে ব্যবসায়ীরা বলছে গতবছরের তুলনায় এবার মার্কেটে প্রচুর লোকজন দেখা যাচ্ছে, বেচাকেনার ভাব ও ভালো আগামী দিন গুলোতে বেশি ভিড় জমে উঠবে বলে আশা করি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড