• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপি নেতা খোকন তালুকদারকে কারাগারে পাঠানোয় মির্জা ফখরুলের নিন্দা

  এস. এম. রাসেল, মাদারীপুর

১০ এপ্রিল ২০২৩, ১৩:০২
বিএনপি নেতা খোকন তালুকদারকে কারাগারে পাঠানোয় মির্জা ফখরুলের নিন্দা

মাদারীপুরের ডাসার উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি চলাকালীন সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ চার নেতাকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ।

গতকাল রবিবার সকালে ডাসার থানা পুলিশ তাদের কোর্টে প্রেরণ করেন। এদিন দুপুর পৌনে ৩টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইলে ১৩ তারিখ শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। এ সময় আদালত অঙ্গনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাফর আলী মিয়া, সদস্য সচিব মো. জাহান্দার আলী জাহান, অ্যাডভোকেট শরীফ মো. সাইফুল কবীর, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, অ্যাডভোকেট গোলাম মোস্তফা শিচতী, অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মো. অলিউর রহমান দর্জি, জেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক বেপারী, মো. অহিদুজ্জামান অহিদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন, কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গাউস-উর রহমান, মো. রফিকুল ইসলাম রফিক, মোফাজ্জেল হোসেন মফা খান, মামুল চৌধুরী, কালকিনি বিএনপির সভাপতি মো. ফজলুল হক বেপারী, মো. মামুল শিকদার, নজরুল ইসলাম প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ দিকে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ চার নেতাকে গ্রেফতার ও জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক প্রেস বিবৃতি দিয়েছেন। তিরি দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ আটক নেতাকর্মীর মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের পাঁচটি উপজেলায় এক যোগে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকাল ৩টায় ডাসার উপজেলায় ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় প্যান্ডেল করে অবস্থান কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠান চলাকালীন সময় ডাসার বাজার আওয়ামী লীগের কার্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির অনুষ্ঠানে এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এতেই বিএনপির ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের বাকবিতণ্ডা বাঁধে।

এ সময় ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুর হয়। দুপক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ৩/৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীকালে ঘটনাস্থল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন (৪৫), ডাসার যুবদল নেতা নুরু তালুকদার (৪৫), ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান সরদার (৫৫), কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ব্যাপারী (৪০) নেতাকে আটক করে পুলিশ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড