• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রমজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

  মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার)

১০ এপ্রিল ২০২৩, ১২:৪১
রমজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

পবিত্র রমজান মাসে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বাজার মনিটরিং করতে কক্সবাজারের টেকনাফ পৌর শহরে হাটবাজারে বেশ কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। গতকাল রবিবার (৯ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

বাজার মনিটরিং শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান অধিকারকে জানান, রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ ৯ এপ্রিল টেকনাফ পৌরসভা এলাকায় বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ২ মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ডসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন টেকনাফ মডেল থানার একদল পুলিশ।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টেকনাফ উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড