• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেবহাটায় পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেফতার 

  কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা)

০৭ এপ্রিল ২০২৩, ১৫:০৪
দেবহাটায় পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেফতার 
গ্রেফতারকৃত আসামিরা (ছবি : অধিকার)

সাতক্ষীরা জেলার দেবহাটা থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ১১ জন আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এসআই হাফিজুর রহমান ও এএসআই আব্দুর রহিম গাজী সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং- ০৩, তারিখ- ০৬/০৪/২০২৩ ইং, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ আসামী উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের মৃত মহিউদ্দিন মোড়লের ছেলে এবাদুর রহমান (৫০), মাঝ পারুলিয়া গ্রামের দাউদ সরদারের ছেলে আব্দুল করিম সরদার(৫০), একই গ্রামের মৃত ওজিয়ার সরদারের ছেলে মহসিন সরদার(৪০), দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে মনিরুল ইসলাম সরদার (৫২), শিমুলিয়া গ্রামের গোলাম রব্বানী সরদারের ছেলে হাফিজুর রহমান@হাপু(৩৬), উত্তর সখিপুর গ্রামের ওহাব আলী সরদারের ছেলে তরিকুল ইসলাম (২৫), পারুলিয়া পলগাদা এলাকার মৃত ইউসুফ আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম (৫৬), জগন্নাথপুর গ্রামের মৃত গফফার আলী গাইনের ছেলে আরশাদ আলী গাইন (৬২), বহেরা গ্রামের মৃত গোলাম জুব্বার সরদারের ছেলে আব্দুল আজিজ সরদার (৫৭), দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে সাইফুল্লাহ সরদার (৪২) ও পূর্ব কুলিয়া গ্রামের দীনদার আলী বিশ্বাসের ছেলে নুর নবী বিশ্বাসকে (৬৩) গ্রেফতার করা হয়েছেন।

উল্লেখ্য, আসামিদেরকে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড