• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী রতন মিয়া গ্রেফতার 

  আরিফ চৌধুরী, মহানগর প্রতিনিধি (গাজীপুর)

০৩ এপ্রিল ২০২৩, ১৪:৩৭
টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী রতন মিয়া গ্রেফতার 
গ্রেফতারকৃত ছিনতাইকারী (ছবি : অধিকার)

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী রতন মিয়াকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

আজ সোমবার (৩ এপ্রিল) ভোর ৩টার সময় গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া (জহির মার্কেট) এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত এই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি রতন মিয়া (২৪) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বোরাক গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি সুইজ গিয়ার এবং একটি নাম্বার বিহীন মোটরসাইকেল এবং ছিনতাইকৃত দুই হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, অভিযুক্ত আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ দত্তপাড়া, বর্ণমালা, তিস্তার গেট, স্টেশন রোড হইতে নতুন বাজারসহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ হতে ঢাকাগামী মহাসড়কে পথচারী লোকজনদের থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে।

এছাড়াও জানা যায়, গত ৩০ মার্চ তারিখ রাত আনুমানিক ১২টার দিকে দত্তপাড়া বনমালা রোড রেলক্রসিং এলাকায় অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে চেপে এসে তিনজন যুবককে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৭০০ টাকা, একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে টঙ্গী পূর্ব থানায় একটি দস্যুতা মামলার রুজু হলে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, অভিযুক্ত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোনো দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড