• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর উপহারের অর্থ আত্মসাতের মামলায় আ. লীগ নেতা শ্রীঘরে

  আনোয়ার পারভেজ, নাটোর

০৩ এপ্রিল ২০২৩, ১২:১৪
প্রধানমন্ত্রীর উপহারের অর্থ আত্মসাতের মামলায় আ. লীগ নেতা শ্রীঘরে

নাটোরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের নামে অর্থ আত্মসাতের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

গতকাল রবিবার দুপুরে নাটোরের গুরুদাসপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রিটা এই আদেশ প্রদান করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী জয়নব বেগম (৩২) গত বছরের ৩০ নভেম্বর বাদী হয়ে প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে গুরুদাসপুর আমলী আদালতে মামলা করেন।

মামলায় একই উপজেলার গোপীনাথপুর গ্রামের আমির আলী মণ্ডলের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও লক্ষ্মীপুর গ্রামের মৃত উম্বরের ছেলে মফিজকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা প্রধানমন্ত্রীর আশ্রয়ণের ঘর প্রদানের আশ্বাসে ওই নারীর কাছ থেকে আড়াই লক্ষ টাকা ঘুষ নেন। পরে ওই নারী ঘর না পেয়ে তাদের কাছে গেলে তারা টাকা গ্রহণের কথা অস্বীকার করে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে নজরুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

ওই মামলার নির্ধারিত দিনে আসামি নজরুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড