• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে বিএনপি নেতার ঠাঁই

  মো. রেজোয়ান ইসলাম, নীলফামারী

০১ এপ্রিল ২০২৩, ১৪:২০
স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে বিএনপি নেতার ঠাঁই

নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদনে করেছে সংগঠনটির জেলা শাখা। যেখানে নাম তালিকায় রয়েছে এক সময়কার বিএনপি নেতার। এ নিয়ে এলাকায় তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত বুধবার (২৯ মার্চ) জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামারুজ্জামান ও সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঠাঁই মিলেছে এক সময়ের বিএনপির ডিমলা উপজেলা যুগ্ম আহ্বায়ক শরিফ ইবনে ফায়সাল মুনের (সাবেক চেয়ারম্যান) নাম।

গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ-বিএনপির একাধিক নেতা জানান, ২০০৯ সালের ইউপি নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে শরিফ ইবনে ফয়সাল মুন চেয়ারম্যান পদে নির্বাচিত হন। পরবর্তীকালে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম (রইছুল গ্রুপ) হিসেবে মনোনীত হয়েছেন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবিতে খোলস পাল্টিয়ে ২০১৮ সালের ইউপি নির্বাচনের পূর্বেই যোগদান করেন আওয়ামীলীগে। পেয়ে যান নৌকার টিকিট। বিশাল ভোটের ব্যবধানে বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামীপন্থি মো. সামছুল হকের কাছে পরাজিত হন তিনি।

ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রইছুল আলম চৌধুরী দৈনিক অধিকারকে জানান, শরিফ ইবনে ফায়সাল মুন কোন পদে ছিলেন তা আমার স্মরণ নেই। তবে বিএনপির অন্যতম শুভাকাঙ্ক্ষী এবং উপজেলা বিএনপির অন্যতম সদস্য ছিলেন। ২০১৮ সালে ইউপি নির্বাচনে আওয়ামী সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন সরকার দৈনিক অধিকারকে বলেন, শরীফ ইবনে ফায়সাল মুন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। হঠাৎ করে ২০১৮ সালের ইউপি নির্বাচনের পূর্বে নৌকা মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড