• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ

  এম. কামাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

০১ এপ্রিল ২০২৩, ১৪:০৬
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র (ছবি : অধিকার)

রাঙামাটির কাপ্তাই লেকে পানি কমে যাওয়ায় ৪টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা থাকলেও এখন মাত্র একটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। হ্রদে পানি কমে যাওয়ার কারণে বাকি ৪টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

খোজ খবর নিয়ে জানা গেছে, ৫টি ইউনিট চালু রাখতে হলে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে কমপক্ষে ৮৮ এমএসএল পানি থাকতে হবে। তাহলে ২০০ মেগওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বর্তমানে ৪টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। মাত্র ১টি ইউনিট দিয়ে ২৫ মেগওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হচ্ছে।

আজ শনিবার (১ এপ্রিল) দুপুর ১টায় কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় পানির লেভেল ছিল ৭৫ দশমিক ৯৩ এমএসএল।

কাপ্তাই জল বিদ্যুতের ব্যবস্থাপক এটিএম জাহের মুঠোফোনে জানান, কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ার কারণে বা পানি সংকটের কারণে ৫টি ইউনিটের মধ্যে এখন ১টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বাকি ৪টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

হ্রদে পানি বেড়ে গেছে ওই ৪টি ইউনিট চালু হয়ে যাবে। ৫টি ইউনিট চালু থাকলে প্রতিদিন কমপক্ষে ২০০ মেগওয়ার্ড বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতো। এখন যুক্ত হচ্ছে মাত্র ২ মেগওয়ার্ড।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড