• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

  খলিল উদ্দিন ফরিদ, ভোলা

৩০ মার্চ ২০২৩, ১৫:৪৮
ট্রলার ডুবি

ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় চার জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ঘটনার কিছুক্ষণ পরে সব জেলেকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. হিরণ মাঝি (৪০), জাকির মাঝি (৩৫), জামাল মাঝি (৩৬) ও হিরণ মাঝি (২৮)। তারা সবাই ধনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিলবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নাছির মাঝি মৎস্যঘাটের ব্যবসায়ী মো. এরশাদ ফরাজী বলেন, সকালের দিকে হিরণ মাঝির নেতৃত্বে জাকির মাঝি, জামাল ও হিরণ ট্রলার নিয়ে মেঘনা নদীর নাছির মাঝি এলাকায় আসলে ঢাকাগামী এমভি টিপু লঞ্চের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারটি দুমরে-মুচড়ে চার জেলেসহ ডুবে যায়। পরে চিৎকার শুনতে পেয়ে স্থানীয় জেলেরা তাদের সবাইকে জীবিত উদ্ধার করেন।

ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলেদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড