• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু

  আব্দুর রউফ রুবেল, গাজীপুর

৩০ মার্চ ২০২৩, ১২:২৩
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু
উদ্ধারকৃত মরদেহ (ছবি : অধিকার)

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন কারখানার ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই উপজেলার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)। তারা ঠিকাদারের অধীনে দৈনিক মজুরী ভিত্তিতে ওই কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কারখানার ভেতর থেকে ডাক চিৎকার শুনে এসে দেখি তিনজন রডের সঙ্গে ঝুলে আছে। এরপর আমরাসহ অনন্য শ্রমিকেরা তাদের বাঁচানোর জন্য চেষ্টা করি। কিন্তু তাদের ছাড়ানো সম্ভব হয়নি। এরপর তাদের ছাড়াতে গিয়ে আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, আরমাদা স্পিনিং কারখানায় সকাল ৮টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আমার সকাল ৯টা ১০ মিনিটে খবর পাই। খবর পেয়ে আমরা ৯টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। কারখানায় প্রবেশে করে দেখতে পাই ওই কারখানার পশ্চিম পাশের তিন তলা ভবন নির্মাণের কাজ চলছে। দৈনিক হাজিরা ভিত্তিতে তিন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন।

তিনি আরও বলেন, এ সময় তারা ২৫ মিলি রড উপরে উঠানোর সময় কাত হয়ে পাশ দিয়ে (কারখানার বাহির দিয়ে) যাওয়া ১১ হাজার ভোল্টের লাইনে পড়ে গেলে সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়। আমরা তাদের লাশ বালির নিচে চাপা দেওয়া অবস্থায় দেখতে পাই এবং উদ্ধার করি। তাদের শরীর একটু ঝুলানো অবস্থায় পাওয়া গেছে। আমাদের পক্ষ থেকে স্থানীয় থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করবো।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মাওনা জোনাল) অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আহমদ শাহ আল জাবের জানান, সকাল ৯ টার দিকে হঠাৎ আমাদের দক্ষিণ পাশের লাইন বন্ধ হয়ে যায়। পরে খবর নিয়ে জানতে পারি কেওয়া পূর্ব খণ্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২ এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের বিদ্যুৎ কর্মীরা রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড