• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৃষ্টি প্রতিবন্ধীদের মার্কেট দখলচেষ্টার প্রতিবাদে উত্তাল রাজপথ

  সাদ্দাম হোসেন, সাভার (ঢাকা)

২৩ মার্চ ২০২৩, ১৭:১৮
দৃষ্টি প্রতিবন্ধীদের মার্কেট দখলচেষ্টার প্রতিবাদে উত্তাল রাজপথ

ঢাকার সাভারে দৃষ্টি প্রতিবন্ধীদের শপিং কমপ্লেক্স দখল চেষ্টার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যরা। এ সময় প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে সাভারের সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন প্রায় তিন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীরা। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ থেকে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, সাভারের স্বঘোষিত স্বেচ্ছাসেবক লীগ নেতা, বাহাদুর ইমতিয়াজ, ইউসুফসহ কয়েক জন দুষ্কৃতিকারী ফেসবুকে বিভিন্ন অসত্য তথ্য পোষ্ট করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের শপিং কমপ্লেক্স দখলের পায়তারা করছেন। তারা মিনহাজ উদ্দিন ও স্বঘোষিত ডঃ হারুন অর রশিদ, ইজ্জত আলী সহ কতিপয় ভুঁইফোঁড় দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতায় সন্ত্রাসী পাভেল আহমেদ ওরফে তোতলা পাভেল ও তার সহযোগীরা মার্কেটে একটি সন্ত্রাসী আখড়া তৈরি করেছে।

তিনি আরও বলেন, তারা মার্কেটের জমিদারী ভাড়া উত্তোলন বন্ধ করে মার্কেটের সামনের নির্মাণাধীন পানির রিজার্ভ টাঙ্কির উপর অবৈধভাবে দোকান বসিয়ে প্রায় ৩০ লক্ষ্য টাকা গ্রহণ করেছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও সকল রাজনৈতিক মহলসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে সংস্থার পক্ষ থেকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। মার্কেটের ব্যবসায়ীরা সন্ত্রাসী বাহিনীর সদস্যদের আনাগোনা দেখে আতঙ্কিত। তাই সন্ত্রাসীদের মার্কেটে প্রবেশে নিষেধাজ্ঞা ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সহ সভাপতি মোখলেছুর রহমান, সাংগঠনিক সচিব আইয়ুব আলী মাধবর, মহিলা বিষয়ক সচিব সাফিয়া বেগমসহ সংস্থার কর্তাব্যক্তিরা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড