• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদায় অনুষ্ঠান থেকে ফেরার পথে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থীর মৃত্যু 

  মো. আবুবকর মিল্টন, বাউফল (পটুয়াখালী)

২৩ মার্চ ২০২৩, ১৪:০৬
বিদায় অনুষ্ঠান থেকে ফেরার পথে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থীর মৃত্যু 
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা (ছবি : অধিকার)

পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের হামলায় নাফিস (১৬) এবং মারুফ (১৫) নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী আহত সিয়াম জানান, বুধবার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। স্কুলের পাশে ব্রিজের ওপর আসলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রায়হান, সৈকত, হাসিবুল, নাঈম ১, নাঈম ২সহ (৯ম শ্রেণির ছাত্র) সংঘবদ্ধ একটি কিশোর গ্যাংয়ের সদস্যার নাফিস, মারুফ ওসিয়ামের উপর ছুরিকাঘাত করে। এতে নাফিস ও মারুফ গুরুতর আহত হন।

সিয়াম আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছানোর পর রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিরাজুল ইসলাম বলেন, নাফিস ও মারুফের পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সিয়ামের উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে নাফিস ও মারুফের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোড়ালো অভিযান চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড