• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবাসিক হোটেলে তরুণী হত্যা ও কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেফতার ৩

  শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ

২২ মার্চ ২০২৩, ১৬:১৪
আবাসিক হোটেলে তরুণী হত্যা ও কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেফতার ৩

ময়মনসিংহ নগরীর নিরালা রেস্ট হাউজে তরুণী হত্যা ও ধোবাউড়ায় কিশোরী ধর্ষণ শেষে হত্যাকাণ্ডের পৃথক ঘটনার রহস্য উদঘাটন করেছে ময়মনসিংহ পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে স্বীকারোক্তি প্রদান করেছে। গ্রেফতারকৃতরা হলেন- রাকিবুল ইসলাম রাকিব ও ইউসুফ এছাড়া অপরজন অপ্রাপ্ত বয়স হওয়ায় পুলিশ তার নাম ঠিকানা প্রকাশ করেনি।

পুলিশ সুপার মাছুম আহামেদ ভুঞা মঙ্গলবার ২১ মার্চ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলা কার নিরালা রেস্ট হাউজ হোটেলে গত ১৮ মার্চ অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ জানতে পারে, গত ১৪ মার্চ মধ্যরাতে নিরালা রেস্ট হাউজে তরুণ-তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে চারদিনের জন্য রুম ভাড়া নেয়। ১৮ মার্চ দুপুরে রেস্ট হাউজের রুম তালাবন্ধ পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে।

হোটেল কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় ঐ রুমের তালা অপসারণ করে বাথরুম থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, হোটেলের সিসি ক্যামেরা পর্যালোচনায় দ্রুততম সময়ে তরুণীর সঙ্গীয় অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। কোতোয়ালী পুলিশ ১৯ মার্চ তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্সিগঞ্জের গজারিয়া থেকে অভিযুক্ত রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করে তার বাড়ি গজারিয়ার চরচাষি গ্রামে।

গ্রেফতারকৃত আসামি রাকিবের বরাতে পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে রাকিব জানান- গত ১৪ মার্চ সন্ধ্যায় মিরপুর শ্যাওড়াপাড়া এলাকা থেকে ঐ তরুণীকে সঙ্গ দেওয়ার জন্য পাঁচ হাজার টাকায় ভাড়া করে ময়মনসিংহে নিয়ে আসে। যথারীতি নিরালা রেস্ট হাউজে রাত্রিযাপন করে তরুণীকে বিদায়ের সময় টাকা কম দেওয়াতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঐ তরুণী উক্ত ছেলেকে চর-থাপ্পড় দেয় ছেলেটি বিকাশে ক্যাশ আউট এর কথা বলে বাইরে গিয়ে নগরীর স্বদেশী বাজার এলাকার একটি দোকান থেকে ১ শত টাকা মূল্যে ১টি চাকু কিনে আবারো হোটেলে যায় এবং তরুণীকে বাথরুমে নিয়ে চাকু দিয়ে গলায়, দুই হাতের কব্জিতে রক্তাক্ত জখম করে হত্যা করে রুমে তালাবন্ধ করে পালিয়ে যায়।

রাকিবকে আদালতে পাঠানো হলে সে তরুণীকে গলা কেটে হত্যা করেছে মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। সে আরও জানায় লেখাপড়ার পাশাপাশি সমাজ সেবা কার্যালয়ে আউট সোর্সিং এর কাজ করতো নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

অপর দিকে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামে এগারো বছর বয়সের শিশু নুসরাত জাহান মীমকে গণধর্ষণ ও হত্যার অভিযোগে দুই ধর্ষক ও হত্যাকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইউসুফ এবং অপরজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি।

পুলিশ সুপার জানান, ধোবাউড়ার কলসিন্ধুর গ্রামের খোকন মিয়ার মেয়ে নুসরাত জাহান মীম (১১) গত ১৮ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি খোঁজাখুঁজি করা কালে রাত সাড়ে আটটার দিকে পার্শ্ববর্তী নিতাই নদীতে নুসরাত জাহান মীমের লাশ ভাসমান অবস্থায় পায়।পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। লাশের গোপনাঙ্গসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ পায় এ ঘটনায় নিহতের পিতা খোকন মিয়া ধোবাউড়া থানায় মামলা নং-১১,তারিখ-২০/০৩/২০২৩ ইং,ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশো ধনী/২০০৩) এর ৯(৩)/৩০ তৎসহ পেনাল কোড ২০১ দায়ের করে।নিহত নুসরাত জাহান মীম সোহাগীপাড়া নুরানী মাদরাসার ৩ শ্রেণির ছাত্রী ছিল।

এ জঘন্যতম, ঘৃণ্য ও নৃশংস হত্যাকাণ্ডের রহস্য দ্রুততম সময়ে উদ্ধার এবং ধর্ষক ও খুনীচক্রকে গ্রেফতারে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ মাঠে নামে।ডিবি পুলিশের টানা অভিযানে ধর্ষক মো. ইউসুফ আলী (২০) ও আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশুকে ধোবাউড়া থানা এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃতরা কলসিন্ধুরসহ আশেপাশের এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের ইভটিজিং করে থাকে বলে স্বীকারোক্তি দিয়েছে। ইউসুফ জিজ্ঞাসাবাদে জানায়, যৌন কামবাসনা চরিতার্থ করার জন্য ইউসুফ (২০) ও আটককৃত শিশু পরি কল্পিতভাবে ১৮মার্চ সন্ধ্যায় নুসরাত জাহান মীমের বাড়ির পার্শ্ববর্তী স্থানে অন্ধকারে উৎপেতে থাকে। মীম বাড়ি থেকে বের হলে ইউসুফ এবং ঐ শিশুটি তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষণ শেষে নুসরাত জাহান মীমকে শ্বাসরোধে হত্যা করে নেতাই নদীতে লাশ ভাসিয়ে পালিয়ে যায় গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড