• রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৫ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

দেশের সব বিমানবন্দর থেকে কোভিড বিধিনিষেধ প্রত্যাহার||জীবন উৎসর্গকারী ৫ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের সম্মাননা ||গুচ্ছের বাণিজ্য ইউনিটের ১৯ কেন্দ্রে ভর্তি পরীক্ষা কাল ||আবাসিক এলাকা থেকে মোবাইল টাওয়ার অপসারণের দাবিতে রাজপথে জনতা||অভিমানে ফুটবল ছাড়ার ঘোষণা সাফজয়ী স্বপ্নার!||বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচারের দায়ে দুই কারবারি শ্রীঘরে ||বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র||হাটহাজারী উপ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত ||আত্রাইয়ে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার কাজ শেষের দিকে||জুয়া, মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স
sonargao

‘বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা সহ্য করা হবে না’

  মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)

২২ মার্চ ২০২৩, ১৫:২৬
‘বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা সহ্য করা হবে না’

আসন্ন রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছে চন্দনাইশ উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার মনিটরিং টিমের সদস্যদের নিয়ে চন্দনাইশ পৌর এলাকা ও কাঞ্চনাবাদ বাদামতল এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

অভিযান পরিচালনাকালে বিভিন্ন কাঁচাবাজার ও মুদির নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা ও ক্রয়মূল্যের ভাউচার যাচাই করা হয় এবং অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বেশি দামে পণ্য বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলার বাজার মনিটরিং টিমের সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রূপেন চাকমা উপস্থিত ছিলেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন চন্দনাইশ থানা পুলিশের একটি দল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক সাংবাদিকদের বলেন, আসন্ন রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ে বের হয়ে বিভিন্ন অনিয়মের জন্য প্রাথমিকভাবে সতর্কতাস্বরূপ জরিমানা করা হয়েছে। তবে এ ধরনের অপরাধে পুনরায় জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চন্দনাইশে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।

উল্লেখ্য, নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলেও জানান এই সহকারী কমিশনার।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড