• রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৫ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

দেশের সব বিমানবন্দর থেকে কোভিড বিধিনিষেধ প্রত্যাহার||জীবন উৎসর্গকারী ৫ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের সম্মাননা ||গুচ্ছের বাণিজ্য ইউনিটের ১৯ কেন্দ্রে ভর্তি পরীক্ষা কাল ||আবাসিক এলাকা থেকে মোবাইল টাওয়ার অপসারণের দাবিতে রাজপথে জনতা||অভিমানে ফুটবল ছাড়ার ঘোষণা সাফজয়ী স্বপ্নার!||বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচারের দায়ে দুই কারবারি শ্রীঘরে ||বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র||হাটহাজারী উপ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত ||আত্রাইয়ে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার কাজ শেষের দিকে||জুয়া, মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স
sonargao

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

২১ মার্চ ২০২৩, ১৭:২১
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই
বসতঘরে আগুন (ফাইল ছবি)

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয় দশ পরিবার। এ ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ ৫ লক্ষাধিক টাকা বলে জানান বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন।

আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১২টার সময় ঘটনাটি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোকদন্ডি গ্রামের কাজীর পাড়া এলাকায় ঘটেছে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নুরুল ইসলাম মেয়ে খালেদা বেগম (৩২) শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘর থেকে বের হতে না পারায় শরীরের বিভিন্ন অঙ্গ আগুনে পুড়ে গুরুতর আহন হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন- মৃত আব্দুস ছবুরের পুত্র মো. করিম, মৃত নুর আহমদের পুত্র মো. ইসমাইল, মৃত ফারুখ আহমদের পুত্র মো. শামশু মিয়া, মো. এন্তু মিয়া, মো. নুর ইসলাম, মৃত মোকতার আহমদের পুত্র মো. ইলিয়াছ, রশিদ আহমদের পুত্র মো. মামুন, কাইছার আহমদের পুত্র মো. শাকিল, মৃত রশিদ আহমদের স্ত্রী আনোয়ারা বেগম, মৃত রশিদ আহমদের পুত্র মো. হাছান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আনুমানিক দুপুর ১২টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনচালা তিন বসতঘরের দশ পরিবারের সর্বস্ব পুড়ে যায়। চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। যদিও কার বসতঘর থেকে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেছেন, আমরা সাড়ে ১২টার সময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রধান সড়ক থেকে ভিতরে অভ্যন্তরীণ সড়কটি খুবই ছোট হওয়ায় আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি ডুকতে পারেনি। ভ্যানে করে পাম্প মেশিন ঘটনাস্থলে নিয়েই দীর্ঘ দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করি। সড়কের অবস্থা ভাল থাকলে ক্ষয়ক্ষতি আরও কম হতো।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড