• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  আরিফ চৌধুরী, মহানগর প্রতিনিধি (গাজীপুর)

২১ মার্চ ২০২৩, ১৪:২০
গাজীপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে টঙ্গী আরবান প্রোগ্রামের সহযোগিতায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ব্যবস্থাপনায় ‘শিশুদের জন্য চাই স্বাস্থ্যসম্মত নিরাপদ নগরী’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২০ মার্চ) বিকালে গাজীপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। তিনি বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারসহ সকলের দায়-দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, পথ শিশুসহ সকল শিশুদের কল্যাণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ব্যাপক কাজ করে চলেছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টঙ্গী আরবানের ম্যানেজার সুব্রত রোজারিওর সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার লরেন্স পলিয়া ও অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মীর রেজাউল করিম প্রমুখ।

এছাড়া মতবিনিময় সভায় উন্মুক্ত পর্বে আলোচনায় অংশ নেন- দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও গাজীপুর প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন, দৈনিক বাংলা ভূমির সম্পাদক মো. নজরুল ইসলাম আজাহার, ভোরের ডাকের টঙ্গী প্রতিনিধি মো. আল-আমিন প্রমুখ।

এছাড়া গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে মুকুল কুমার মল্লিক (সংবাদ), মো. মুজিবুর রহমান (ইত্তেফাক), গাজীপুর প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শরিফ আহমদ শামীম (কালের কণ্ঠ), গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (বাংলাদেশ পোস্ট), গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি আকরাম হোসেন (দৈনিক ঢাকা), দৈনিক কন্ঠবাণীর সম্পাদক জানে এ আলমসহ টঙ্গী ও গাজীপুরের শতাধিক সাংবাদিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড