• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নামধারী সাংবাদিকসহ ছিনতাইকৃত সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

২১ মার্চ ২০২৩, ১২:২৯
নামধারী সাংবাদিকসহ ছিনতাইকৃত সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার
গ্রেফতারকৃত আসামিরা (ছবি : অধিকার)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নামধারী সাংবাদিকসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশের যৌথ টিম। চাঞ্চল্যকর বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত খাদেমুল ইসলাম লাল চৌকশ নামে একটি পত্রিকার প্রতিনিধি এবং নাগেশ্বরী রিপোর্টার্স ক্লাবের সহ সাধারণ সম্পাদক।

সাংবাদিক পরিচয়ে কিছু সহকর্মীকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করাই ছিল তাদের আসল পেশা। টাকা ছিনতাইয়ের ঘটনায় সোমবার ভোররাতে মূল পরিকল্পনাকারী রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারকৃত আসামির সংখ্যা চারজনে দাঁড়াল।

গতকাল সোমবার দুপুর আড়াইটার সময় কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম।

তিনি জানিয়েছেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী রুহুল আমিন, সহযোগী প্রসেনজিৎ রায়, খাদেমুল ইসলাম ও মোন্নাফ আলীসহ চার ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও ছিনতাইয়ে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, তিনটি মোবাইল ও ছিনতাইকৃত ১৫ লাখ টাকার মধ্যে সাত লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশের যৌথটিম। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত রবিবার বিকাশ এজেন্ট জনতা ট্রেডার্স কর্মী শুভ কুমার রায় ও বিদ্যুৎচন্দ্র বর্মণ ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংক শাখা থেকে ১৫ লক্ষ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে কচাকাটা যাচ্ছিল।

পথিমধ্যে লক্ষ্মীরমোড়ে ছিনতাইকারীরা ফিল্মী স্টাইলে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহীরা পরে যায়। এ সময় ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় বিকাশ কর্মীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারীরা কচাকাটার দিকে পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেয়া হলে ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিকেলেই কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা এলাকা থেকে দুই ছিনতাইকারী খাদেমুল ইসলাম লাল ও প্রসেনজিৎকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যে সহযোগী মোন্নাফকে গ্রেফতার করা হয়।

পরবর্তীকালে গ্রেফতারকৃতদের সাথে কথা বলে মূল পরিকল্পনাকারী রুহুল আমিনকে সোমবার ভোর রাতে নাগেশ্বরী থেকে গ্রেফতার করে পুলিশের চৌকস টিম। ছিনতাইকারীরা সকলেই নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।

এই ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দ্রুততম সময়ে অভিযুক্তদের শনাক্ত করতে সমর্থ হয়। প্রায় অর্ধেক টাকা উদ্ধার করা গেলেও বাকি টাকা উদ্ধার করা কতটুকু সম্ভব হবে এ নিয়ে দুই বিকাশ কর্মী রয়েছেন চরম আশংকায়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড