নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে দীর্ঘদিনের বেদখল হওয়া সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার (২০ মার্চ) সকালে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী মৌজায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
ওই অভিযানে ভৈরব থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানায়, আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে বেদখল হওয়া ১২ শতক সরকারি খাস ভূমি উদ্ধার করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ জানান, উপজেলা মানিকদী মৌজার ১২ শতক খাস জমি দীর্ঘদিন ধরে বেদখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করা হয়। ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার করি। সরকারি খাস জমি উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড