মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন লেমুছড়ি অভিযান চালিয়ে ৫ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর মান্নানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (২০ মার্চ) চন্দ্রঘোনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি আব্দুর মান্নান লেমুছড়ি এলাকার মৃত মোখলেছ রহমানেট ছেলে।
চন্দ্রঘোনা থানার শফিউল আজম (ওসি) জানান, তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় সিআর- ১৩০/২২ এর ৫ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার ৫শত টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।
তিনি জানিয়েছেন, সে এই দণ্ড নিয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে থানার একটি চৌকস পুলিশ ফোর্স তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, আসামিকে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড