• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে ছাদ বাগান উদ্বোধন

  আরিফ চৌধুরী, মহানগর প্রতিনিধি (গাজীপুর)

২০ মার্চ ২০২৩, ১৬:১৯
টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে ছাদ বাগান উদ্বোধন

গাজীপুর জেলার টঙ্গীর ঐতিহাসিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন কলেজ ছাদে প্রশিকার উদ্যোগে নির্মিত ছাদ বাগান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ মার্চ) বিদ্যালয়ের ছাদে আনুষ্ঠানিকভাবে ছাদ বাগানের উদ্বোধন করা হয়েছে।

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে প্রশিকার ডেপুটি টিম লিডার সুমনা রানী দাশের পরিচালনায় ছাদ বাগান উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর সিটি করপোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার।

প্রশিকা ট্রেইনার আব্দুল খালেক, ক্লাস্টার কো অডিনেটর শেখ মো. এনামুল হক, কমিউনিটি মবিলাইজার মো. সোহান আকন্দ, ফিল্ড মবিলাইজার মিঠুন কুমার ঘোষ, এরিয়া ম্যানেজার স্বপন কুমার রায়, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী আশরাফ আলী, মো. ফিজুল হাসান, কাজী আবুল কালাম আজাদ, বিশ্বশিল্পী ও গীতিকার ইব্রাহিম খলিল প্রমুখ।

আলোচনা সভা শেষে ছাদ বাগান উদ্বোধন ও সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রশিকার উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড