সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশা চাপায় সাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ মার্চ) সকালে হোসেনপুর-পাকুন্দিয়া সড়কের জামাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত সাদ উপজেলার জামাইল গ্রামের মুরাদ মিয়ার ছেলে ও জামাইল ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা জানান, সকালে মাদরাসা ছুটির পর রাস্তা পার হওয়ার সময় হোসেনপুর গামী একটি অটোরিকশা সাদকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। মুমূর্ষু অবস্থায় ফুরকানিয়া মাদরাসার শিক্ষক মফিজ উদ্দিন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানবশত দুর্ঘটনা হওয়ায় দুপক্ষ মিলে তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড