• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনা বিমান বন্দর প্রকল্পের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন 

  শেখ শান্ত ইসলাম, খুলনা

১৯ মার্চ ২০২৩, ১৭:০২
খুলনা বিমান বন্দর প্রকল্পের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন 

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে বলেন, খুলনার খানজাহান আলী বিমান বন্দর স্থগিতাদেশ হওয়ায় খুলনাবাসী হতবাক হয়েছে।

খুলনায় বিমান বন্দর নির্মিত হোক এটি খুলনাসহ এদাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এ দাবিতে খুলনাঞ্চলের আপামর জনগণ উন্নয়ন কমিটির নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন হঠাৎ করে খুলনা বিমান বন্দর প্রকল্প স্থগিত করায় এ অঞ্চলের মানুষের জন্য দুঃখজনকও বটে।

উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ (পিপিপি) সিদ্ধান্ত বাতিল করে সরকারি অর্থায়নে খুলনা বিমান বন্দরের কাজ শুরু করার জোর দাবী জানান। নেতৃবৃন্দ খুলনা বিমান বন্দর নির্মাণ বাস্তবায়নে আগামী দুই অর্থ বছরের বাজেট পর্যাপ্ত বরাদ্দ রেখে বিমান বন্দর নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়ে আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।

আজ রবিবার (১৯ মার্চ) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খুলনা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উন্নয়ন কমিটির মহাসচিব শেখ মোহাম্মাদ আলী।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের মানুষের অদম্য আকাঙ্ক্ষা, প্রাণশক্তি আর ঘাম ঝরানো পরিশ্রমের কারণে বিশ্বে উন্নয়নের বিস্ময় এখন বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং সমৃদ্ধ ও উন্নত দেশের অভিযাত্রায় খুলনাঞ্চল এখন শক্তিশালী অভিযাত্রী। যদি খুলনার সম্ভাবনাগুলোকে যথাযথভাবে কাজে লাগানো যায় তবে খুলনা আগামীতে উন্নত বাংলাদেশ উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

খুলনার প্রাকৃতিক এবং ভু-রাজনীতির সুবিধাকে কাজে লাগিয়ে সড়ক, রেল, নৌ এবং সমুদ্রপথে ভারত, নেপাল, ভুটানের সাথে বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। আর এ কারণেই খুলনায় বিমান বন্দর নির্মাণ একান্ত অপরিহার্য।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, প্রকৌশলী আজাদুল হক, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহীন জামাল পন, অধ্যাপক মো. আবুল বাসার, মিজানুর রহমান বাবু, চৌধুরী মো. রায়হান ফরিদ, মামুনুরা জাকির খুকুমণি, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান রহিম, অ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান জিয়া, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, রকিব উদ্দিন ফারাজী, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সমাজসেবা সম্পাদক মো. হায়দার আলী প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড