• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

  মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

১৯ মার্চ ২০২৩, ১৪:৪৫
সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুন্দর আলীকে (৭৫) দাফন করা হয়েছে।

আজ রবিবার (১৯ মার্চ) জোহরের নামাজের পর কদমতলী মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে আদমজী কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ রাজস্য সার্কেল তানজিমা আঞ্জুম সোহানিয়া, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভুঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, শহিদুল ইসলাম, মজিবুর রহমান সাওদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিকের) ৬ ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় জনতা।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুন্দর আলীর ছেলে মো. বাদল জানান, তার পিতা দীর্ঘ পাঁচ বছর যাবত অসুস্থ ছিলেন। গতকাল রাত ১টা ৪০ মিনিটে তিনি তার কদমতলী উত্তরপাড়ার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সুন্দর আলী তার পরিবারের স্ত্রী এবং ছয় সন্তান রেখে গেছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুন্দর আলী মুক্তিযুদ্ধ চলাকালীন সিদ্ধিরগঞ্জ থানায় অন্যান্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে একত্রিত ছিলেন। তিনি আদমজী জুটমিল থাকাকালীন থেকে আওয়ামী লীগের কর্মীও ছিলেন বলে জানান তার পরিবার।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড