• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারী ভাইস চেয়ারম্যানের মামলা উপজেলা চেয়ারম্যান মামুন শ্রীঘরে

  সুমন খান, লালমনিরহাট

১৯ মার্চ ২০২৩, ১৩:৩১
নারী ভাইস চেয়ারম্যানের মামলা উপজেলা চেয়ারম্যান মামুন শ্রীঘরে
হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন (ফাইল ছবি)

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে আটক করে কারাগারে প্রেরণ করেছে লালমনিরহাট আদালত।

আজ রবিবার (১৯ মার্চ) সকালে লালমনিরহাট জেলা জজ আদালতে হাজিরা দিতে আসলে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলম শুনানি শেষে হাতবিান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনসহ ১২ জনকে জেল-হাজতে প্রেরণ করে।

মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী হাতীবান্ধা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার গত বছরের ৭ নভেম্বর চেয়ারম্যানের অফিসে টিআর, কাবিখা প্রকল্পের বিষয়ে কথাবার্তা বললে আসামি হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন তার নিকট দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। এমনকি হত্যা ও লাশ গুম করারর হুমকি দেয়।

এ ব্যাপারে বাদী আদালতে উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনের নামে মামলা দায়ের করে। মামলায় আসামিরা হাজিরা না দিলে উচ্চ আদালত তাদের হাজিরা দেয়ার ছয় সপ্তাহ সময় দেয়। কিন্তু সে সময়েও তারা হাজিরা দেননি। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করার দায়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত।

আজ রবিবার তারা আদালতে আসলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুনসহ ১২ জনকে কারাগার প্রেরণ করে লালমনিরহাট জেলা জজ আদালতের বিচারক ইসরাফিল আলম।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করার দায়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড