• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত বেড়ে ১৯

  এস. এম. রাসেল, মাদারীপুর

১৯ মার্চ ২০২৩, ১৩:২১
পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত বেড়ে ১৯
দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসের ধ্বংসাবশেষ (ছবি : অধিকার)

মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মাসেতু এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই ১৫ জন যাত্রীর প্রাণহানি ঘটেছে। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৩৫ জন।

আজ রবিবার (১৯ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে। অন্য দিকে হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মাদারীপুরের শিবচরের উপজেলার পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এরপর সকাল সোয়া আটটা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৫ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাকিরা প্রাণ হারান।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, মৃত্যুর সংখ্যা আপাতত ১৯ জনে দাঁড়িয়েছে। বহু হতাহতের শঙ্কা রয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড