• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্মার্ট কার্ড সংগ্রহের জন্য স্বর্ণালংকার খোয়ালেন আট নারী

  মো. মাহাবুবুর রহমান রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ)

১৯ মার্চ ২০২৩, ১০:৪৪
স্মার্ট কার্ড সংগ্রহের জন্য স্বর্ণালংকার খোয়ালেন আট নারী
স্বর্ণালংকার (ফাইল ছবি)

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড সংগ্রহ করতে গিয়ে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের ১৪ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেল কয়েকজন নারীর।

গতকাল শনিবার দুপুরে দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করার সময় ঘটনাটি ঘটেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শনিবার দরগ্রাম ৩ নম্বর ওয়াডের সাফুল্লী ও বিলপুলি গ্রামে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। ইউনিয়নের স্মার্ট কার্ড নিতে দুই জায়গায় লাইনে দাঁড়িয়ে ৫ শতাধিক নারী স্মার্ট কার্ড সংগ্রহ করে। এ সময় নারী লাইনে ভিড় বেশি হয়। শুনেছি এ সুযোগে বহিরাগত নারী ছিনতাইকারীরা ওই লাইনে প্রবেশ করে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা শুরু করে। এক পর্যায়ে আট নারীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।

জানা গেছে, সাফুল্লী মেছের আলীর মেয়ে রাহেলা আক্তারের দেড় ভরি ওজনের চেইন, আবুল হোসেনের স্ত্রী রহিমা বেগমের ১৪ আনি, ওমর আলীর স্ত্রী লালমন বেগম এক ভরি, শওকত আলীর স্ত্রী জাহানারা বেগমের ১৪ আনি, মোহাম্মদ আলীর স্ত্রী হ্যাপি আক্তারের এক ভরি, কাজী শফিকুলের স্ত্রী কোহিনুর বেগমের এক ভরি, আক্তার হোসেনের স্ত্রী শান্তি বেগমের ১০ আনি, রফিকুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগমের দেড় ভরিসহ মোট প্রায় ১২ লক্ষ টাকার মূল্যের ১৪ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।

দরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আলিনুর বকস রতন জানান, মহিলা লাইন লম্বা হওয়ায় ছিনতাইকরাীরা মহিলাদের লাইনে গিয়ে ধাক্কাধাক্কি করে এ ঘটনা ঘটায়। তিনি স্বর্ণালঙ্কার চুরি হয়ে যাওয়া বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মেহেদি বলেন, স্বর্ণালংকার চুরির বিষয়টি শুনেছি। সেখানে একজন কর্মকর্তাকে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড