• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি স্থানীয়দের

  কাজী কামাল হোসেন, ব্যুরো প্রধান (রাজশাহী)

১৮ মার্চ ২০২৩, ১৬:০৩
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি স্থানীয়দের

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর নওগাঁয় মানববন্ধন করেছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট পত্নীতলা উপজেলা শাখা।

আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে জেলার নজিপুর গোল চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সভাপতিত্ব করেন সংগঠনটির পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম। নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণব দাস মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে এ সময় অন্যান্যদের মধ্যে মধইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জল হোসেন, গাহন উচ্চ বিদ্যালয়ের সুলতান মাহমুদ, শিহারা উচ্চ বিদ্যালয়ের আসাদুজ্জামান, বামইল উচ্চ বিদ্যালয়ের শেখ সাদী, পুঁইয়া উচ্চ বিদ্যালয়ের জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

তারা বলেন- আমাদের যে বেতন তাতে দিন চারশো টাকা পরে, অথচ একজন শ্রমিক দিনে ৫০০ টাকা আয় করেন। সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও আমরা একই কাজ করি অথচ বেতনে অনেক বৈষম্য। বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান তারা। আগামী ২০ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে বৃহৎ আন্দোলন গড়ে তেলার হুমকি দেন তারা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড