• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চায়ের কাপ হাতে নিয়ে ঝরল ভিক্ষুকের প্রাণ

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

১৮ মার্চ ২০২৩, ১৩:১৭
চায়ের কাপ হাতে নিয়ে ঝরল ভিক্ষুকের প্রাণ
ভিক্ষুকের মরদেহ (ছবি : অধিকার)

কিশোরগঞ্জের ভৈরবে চায়ের কাপ হাতে নিয়ে তৌহিদ ভূঁইয়া (৫২) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ মার্চ) বিকাল সাড়ে তিনটায় ভৈরব বাজার সাধু মিয়ার গলিতে কাজল মিয়ার চায়ের দোকানের সামনে এই ভিক্ষুক হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন।

তিনি জেলার অষ্টগ্রাম থানা কদমচাল খায়ের পুর এলাকার মৃত ছবু মিয়ার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভৈরব শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন বিকাল সাড়ে তিনটায় ভৈরব বাজার সাধু মিয়া গলিতে কাজল মিয়ার চায়ের দোকানে চা খেতে আসেন ভিক্ষুক তোহিদ মিয়া। এ সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেছেন। পরে ভৈরব শহর ফাঁড়িতে খবর দিলে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীকালে ৯৯৯ কল দিলে পুলিশ ফাঁড়ির পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় সনাক্ত করে তার পরিবারকে খবর দিলে পরিবার এসে মরদেহ নিয়ে যায়।

এ বিষয়ে চা দোকানি কাজল মিয়া বলেন, ভিক্ষুক তোহিদ মিয়া প্রতি শুক্রবার ভৈরব এসে ভিক্ষা করে। নিয়মিত চা ও খান এখানে এসে। আজ চা খেতে চেয়ে তিনি বসে থাকেন। তখন চায়ের কাপ হাতে দেয়ার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। তার হাত থেকে কাপটি পড়ে ভেঙ্গে যান। সাথে সাথে শারীরিক অবস্থা খারাপ হয়ে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেয়া হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, তাবলীগের কথা বলে বাড়ি থেকে বের হোন তিনি। ভিক্ষার জন্য বের হয়েছেন বলে জানতেন না। মাঝে মধ্যে ভিক্ষা করেন। পরিবারে তিন ছেলে এক মেয়ে রয়েছেন। তিন ছেলে পরিবারে দায় নেন না। তাই বিয়ের উপযুক্ত মেয়ের বিয়ে দিতে স্ত্রী নিয়ে আলাদা থাকেন। তাই বৃদ্ধ বয়সে ভিক্ষার কাজই বেঁছে নিয়েছেন।

ভৈরব শহর ফাঁড়ির এস আই মো. জিন্নাহ বলেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তোহিদ মিয়া মরদেহ উদ্ধার করি। তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড