• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফলের দোকানে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

  নাসিম আজাদ, স্টাফ রিপোর্টার (নরসিংদী)

১৭ মার্চ ২০২৩, ১৭:২০
ফলের দোকানে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

বাড়ির সীমানা প্রাচীর সংক্রান্ত বিরোধের জেরে নরসিংদী শিবপুরের প্রতিপক্ষের দেয়া আগুনে তিনটি দোকান ঘর পুড়ে গেছে। আজ শুক্রবার (১৭ মার্চ) ভোরে উপজেলার পুটিয়ার ত্রিমোহনী এলাকায় ফলের দোকানে প্রতিপক্ষের দেয়া আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।

এ সময় ৩টি দোকানে আগুন লেগে দোকানের ভিতরে থাকা খেজুর, আপেল, কমলালেবু ও পাশের দোকানের রিক্সার গ্যারেজের প্রায় ১০-১২ টি রিকশা, ব্যাটারি পুড়ে যায়। এর পাশে থাকা ফিস ফিডের গোডাউনও পুড়ে যায়।

এরপর শিবপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, শিবপুরে ত্রিমোহনীর এলাকার মামুন খন্দকার (৩৫) সাথে প্রতিবেশী মান্নান (৪৩) ও সুমনের সাথে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছে। এ নিয়ে গত বুধবার বিকালে দু'পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আহতরা হলেন- মামুন খন্দকার (৩৫), রাবেয়া আক্তার (৩৫), কহিনুর (৪৫), ডলি আক্তার (৫০) ও সাদ্দাম হোসেন (৩০)।

পরবর্তীকালে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মামুন। অপর দিকে সুমনও মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

পরের দিন বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে এসআই কামালের উপস্থিতিতে দ্বিতীয় দফায় মহিলাসহ আরও চারজনকে পিটানো হয়। ওই দিন দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে দুটি ফলের দোকানে এবং ১টি রিকশার গ্যারেজের প্রায় ১০-১২টি রিকশা পুড়ে যায়। তাছাড়াও রিকশার গ্যারেজের পাশে থাকা সাবেক চেয়ারম্যান আবু তাহের খন্দকারের দোকানের অধিকাংশ অংশ পুড়ে যায়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, বাড়ির প্রাচীর সংক্রান্ত বিষয় নিয়ে পুঠিয়ার মামুন খন্দকার ও সুমনের ঝামেলা চলছিলো। আমি গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়েছি এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে। ফলের দোকানে আগুন দিয়েছেন কিনা জানি না, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড