• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মনোহরগঞ্জে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী পালন 

  মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)

১৭ মার্চ ২০২৩, ১৬:৩০
মনোহরগঞ্জে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী পালন 

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ শুক্রবার সকাল দশটায় উপজেলা মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এদিন প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর এক এক করে থানা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। পরে র‍্যালী ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. কামাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সফিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম। উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, খিলা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. রুহুল আমিন, সরসপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুল মন্নান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড