• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাল জন্ম সনদ তৈরি করে শ্রীঘরে উদ্যোক্তা-গ্রহীতা

  মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও

১৭ মার্চ ২০২৩, ১৬:২৬
জাল জন্ম সনদ তৈরি করে শ্রীঘরে উদ্যোক্তা-গ্রহীতা

অর্থের বিনিময়ে অবৈধভাবে ভুয়া জন্ম সনদ তৈরির অপরাধে জন্ম সনদ তৈরিকারী ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মানিক চন্দ্র রায় (৩০) ও জাল সনদ প্রদর্শনকারী মো. জেল হক (৩২) নামে দুই ব্যক্তিকে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা দুজনের দোষ স্বীকার করেন। তাই জাল সনদ তৈরির অপরাধে মানিক চন্দ্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং জেল হককে জাল সনদ প্রদর্শনের অপরাধে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গত বুধবার (১৫ মার্চ) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার কচুবাড়ি নামক এলাকার বুধারু বর্মণের ছেলে মানিক চন্দ্র রায় ও আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জেল হক একই উপজেলার সালন্দর সিংপাড়া (আলীর মোড়) এলাকার কাদের মিস্ত্রির ছেলে।

জানা যায়, সালন্দর সিংপাড়া এলাকার জেল হক সরকারি সুবিধা পাওয়ার আশায় সালন্দর ইউনিয়ন পরিষদে জন্ম সনদ জমা দেন। এ দিকে তার জন্ম সনদটি জাল হিসেবে শনাক্ত করেন সালন্দর ইউনিয়ন পরিষদের সচিব। বিষয়টি জানাজানি হলে জেল হক স্বীকার করেন তার এ ভুয়া সনদটি তিনি টাকার বিনিময়ে আউলিয়পুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মানিক চন্দ্র রায়ের কাছে করে নিয়েছেন। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম দণ্ড প্রদান করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড