• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বনের কাঠ সংগ্রহে গিয়ে অপহৃত সাত কাঠুরে

সন্ধানে নামল পুলিশ

  মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার)

১৭ মার্চ ২০২৩, ১৪:৫১
বনের কাঠ সংগ্রহে গিয়ে অপহৃত সাত কাঠুরে
অপহরণের শিকার কাঠুরেদের সন্ধানে অভিযান চলছে (ছবি : অধিকার)

কক্সবাজার টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় পাহাড়ি অঞ্চলে কাঠ সংগ্রহ করতে গিয়ে ফের অপহরণের শিকার হয়েছেন সাত কাঠুরে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অভিযান শুরু করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার জাফর আলমের তিন ছেলে জানে আলম, (৪৫) জাফরুল ইসলাম (৩০) পিতা জাফর আলম, বশির আহমেদের ছেলে ফজল করিম (৩০), মো. নজিরের ছেলে আরিফ উল্লাহ (৩০), ইসহাক চৌকিদারের ছেলে গিয়াস উদ্দিন (২৮), হায়দার আলীর দুই ছেলে জাফর আলম (৪০) ও রশিদ আলম (৩০)

ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রফিক। তিনি বলেন, প্রাথমিকভাবে জেনেছি কাঠ সংগ্রহ করতে গিয়ে এলাকার সাতজন অপহরণের শিকার হয়েছে। অপহরণের খবরটি শুনে পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে এলাকার মানুষের সহযোগিতায় পুলিশের চলছে। তবে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আট জন। পরে মুক্তিপণ দিয়ে তারা ফেরেন। একইভাবে গত ২৯ সেপ্টেম্বর একই উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে পাঁচ কৃষককে অপহরণ করা হন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড