• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদেশি মদ-বিয়ারের চালানসহ পাচারকারী শ্রীঘরে

  মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার)

১৪ মার্চ ২০২৩, ১৬:৩৭
বিদেশি মদ-বিয়ারের চালানসহ পাচারকারী শ্রীঘরে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৬৪ ক্যান বিয়ার ও ৩৩ বোতল বিদেশি মদসহ একজন মাদক পাচারকারী আটক হয়েছে। আটক হওয়া ব্যক্তি খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি থানাধীন ময়ুরখিল গুচ্ছগ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (২৫)।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে টেকনাফ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা এস এম তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউট পোস্ট শাহপরীর দ্বীপ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ৯নং বাজারপাড়া নাফ নদী সংলগ্ন রাস্তা দিয়ে কিছু ব্যক্তিকে কাঁধে করে বস্তা নিয়ে আসতে দেখা যায়।

তিনি আরও জানান, ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এতে তারা বস্তাগুলো ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মুজিবুর রহমান (২৫) নামে একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি চালিয়ে ৫৬৪ ক্যান বিয়ার ও ৩৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আটককৃত ব্যাক্তি খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি থানাধীন ময়ুরখিল গুচ্ছগ্রামের বাসিন্দা। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত বিয়ার ক্যান, বিদেশি মদ ও আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড